Eat That Frog! 21 Great Ways to Stop Procrastinating and Get More Done in Less Time (Bengali)

Eat That Frog! 21 Great Ways to Stop Procrastinating and Get More Done in Less Time (Bengali)

Author : Brian Tracy (Author) Prateek Kumar Mukherjee (Translator)

In stock
Rs. 225.00
Classification Self-Help
Pub Date Feb 2023
Imprint Manjul Publishing House
Page Extent 160
Binding Paperback
Language Bengali
ISBN 9789355432551
In stock
Rs. 225.00
(inclusive all taxes)
OR
About the Book

রণীয় সমস্ত কর্তব্য ও দায়িত্বের তালিকায় থাকা প্রতিটি কাজ করার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই, এবং এই সময়টুকু কখনোই পাওয়া যাবে না। সফল মানুষরা কখনোই প্রতিটি কাজের পিছনে দৌড়ে সময় নষ্ট করে না। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির প্রতি সম্পূর্ণ মনোযোগ দেয় ও আগ্রহ সহকারে, সেগুলি সুষ্ঠভাবে সম্পন্ন করার চেষ্টা করে । তারা সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে অথবা “ব্যাঙ” গুলিকে গিলে ফেলে। প্রাচীন প্রবাদ অনুসারে, যদি তুমি প্রতিদিন সকালে, অর্থাৎ দিনের শুরুতে একটি করে প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারো, বা একটি জ্যান্ত “ব্যাঙ”কে গিলে ফেলতে পারো – তবেই তুমি সন্তুষ্ট ও পরিতৃপ্ত থাকবে এই জেনে যে, সেদিনের মতো সবচেয়ে খারাপ ও কদর্যতম কাজটি তুমি সফলভাবে সম্পন্ন করতে পেরেছ। ট্রেসির কর্মপদ্ধতি অনুসারে, একটি “ব্যাঙ”কে গিলে ফেলা হল নিজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাকে সফলভাবে অতিক্রম করা। এছাড়াও, এই প্রতিবন্ধকতাকে জয় করার অর্থ হল নিজের জীবনে সার্বিকভাবে উন্নতি ঘটানো। ইট দ্যাট ফ্রগ! তোমাকে শেখায় যে কীভাবে তুমি প্রতিদিন নিজের কাজগুলিকে প্রাধান্য ও পারম্পর্য অনুযায়ী সাজিয়ে নিয়ে, জীবনের সমস্ত গুরুদায়িত্বগুলি অনায়াসে ও কার্যকরীভাবে সম্পন্ন করতে পারো। সামগ্রিকভাবে পরিমার্জিত এই তৃতীয় সংস্করণটিতে, ট্রেসি দুটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের অন্তর্ভুক্তি ঘটিয়েছেন। প্রথম অধ্যায়টিতে শেখানো হয়েছে, কীভাবে তুমি নির্দিষ্ট একটি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে নিজেকে দিয়ে সেই কাজগুলো কেমন করে করাতে পারো—কর্মক্ষেত্রে তোমার করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কী কী, এবং অপেক্ষাকৃত গুরুত্বহীন কাজগুলি থেকে নিজেকে কীভাবে সরিয়ে নেওয়া সম্ভব। দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে জানা যায়, আজকের এই আধুনিক যুগের বৈদ্যুতিন জগঝম্পের মধ্যে জীবনযাপন করেও, কীভাবে প্রতিনিয়ত কর্তব্য ও দায়িত্বের প্রতি আমরা নিজেদের একাগ্রতা ও মনোযোগ সংরক্ষিত করতে পারি। কিন্তু মূল বক্তব্যটি এখানে অপরিবর্তিত রয়েছে: সময়ানুবর্তিতার সমস্ত নিয়ম মেনে চলার ক্ষেত্রে কোন তিনটি প্রধান পরিসরে আমাদের নিপুণ হতে হবে, সেই সত্যের মূল পর্যন্ত ট্রেসি আমাদের নিয়ে গিয়েছেন— যেমন সঠিক সিদ্ধান্ত, নিয়মানুবর্তিতা এবং আত্মবিশ্বাস এই তিনটি বিষয়ে আমাদের পটু হতে হবে। জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন এই বইটি তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য ও দায়িত্বগুলো অনায়াসে করে ফেলার রাস্তা দেখাবে – আজ থেকেই !

About the Author(s)

ব্রায়ান ট্রেসি হলেন ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনালের কর্ণধার ও চেয়ারম্যান। স্বনামধন্য একজন ব্যক্তি এবং অনুপ্রেরণাদায়ী সুবক্তা ও অধিবেশনের বিশিষ্ট কর্তা হিসেবে, প্রতিবছর তিনি ২৫০,০০০-র বেশি মানুষকে নিজের বক্তব্য ও প্রশিক্ষণ দ্বারা প্রভাবিত করেন। ব্রায়ান ট্রেসি আশিটিরও বেশি বিক্রীত বইয়ের বেস্টসেলিং অথার, ইতিমধ্যেই যার বইগুলো সারা পৃথিবী জুড়ে বহু ভাষায় অনূদিত হয়েছে। পঁচাত্তরটির বেশি দেশে, ১০,০০০-এর বেশি প্রতিষ্ঠান ক্ষেত্রে এবং ১,০০০-এর বেশি কর্পোরেশনের বিশিষ্ট পরামর্শদাতা হিসেবে সর্বোচ্চ স্তরে তিনি সাফল্যের সঙ্গে কাজ করে এসেছেন।

[profiler]
Memory usage: real: 20971520, emalloc: 18445528
Code ProfilerTimeCntEmallocRealMem