About the Book
ব্রায়ান ট্রেসি বরতমানে বিশ্বের একজন প্রথম সারির পেশাদারী বক্তা আর প্রশিক্ষক। প্রতি বছর উনি নেতৃত্ব, কৌশল, বিপণন, এবং ব্যাক্তিগত আর ব্যবসায়িক সাফল্যের ওপরে ২,৫০,০০০র বেশী নারী পুরুষকে সম্বোধন করে থাকেন।
ব্রায়ান বাণিজ্য, মনস্তত্ত্ব, ব্যবস্থাপনা, বিপণন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি,দ্শনশাস্ত্র আর ধর্মের একজন একনিষ্ঠ ছাত্র। উনি সারা বছরে বিশ্বব্যাপী একশোটারও বেশী বতৃতা দেন আর সেমিনার কেন আর তার মধ্যে উনি হাস্যরস, অন্তর্দৃষ্টি, তথ্য আর অনুপ্রেরণার এক সুন্দর মিশেল তৈরি করে পরিবেশনা করেন।
ব্রায়ান মনে করেন যে প্রতিটা মানুষের মধ্যে অসাধারণ সুপ্ত ক্ষমতা রয়েছে যেটা সেই মানুষের জাগত্র করা উচিৎ যার সাহায্য সেই মানুষ কয়েক মাস বা কয়েক বছরে এতটা অর্জন করে ফেলবেন যা অন্যান্য সাধারণ মানুষে নিজের সারা জীবনে অর্জন করতে পারেন না।
ব্রায়ান হচ্ছেন ব্রায়ান ট্রেসি আন্তর্জাতিকের কর্ণধার। ব্রায়ান ট্রেসি আন্তর্জাতিক হল একটি মানব সম্পদ উন্নয়নের কোম্পানি যেটি সলানা বিচ, ক্যালিফোর্নিয়াএ অবস্থিত। উনি পঞ্চাশটা বই লিখেছেন আর চারশোটারও বেশী অডিও আর ভিডিও ট্রেনিং প্রোগ্রাম প্রকাশ করেছেন। ওঁর নানা জিনিস ছত্রিশটা ভাষায়ে অনুবাদ করা হয়েছে আর চুয়ান্নটা দেশে সেইসব ব্যবহার করা হয়।
ব্রায়ান নিজের স্ত্রী আর চার সন্তান নিয়ে সলানা বিচ ক্যালিফোর্নিয়াএ থাকেন। উনি সামাজিক নানা বিষয়ে বেশ সক্রিয় আর অনেক অলাভজনক সংস্থার সাথে উনি পরামর্শকারী হিসেবে জড়িত।
About the Author(s)
আপনার সব চাহিদা পূরণ করুন-নিজের কল্পনার থেকে কম সময়ের মধ্যে
কয়েক জন মানুষ কেন নিজের সব লখ্য পূরণ করতে পারেন অথচ বাকিরা সারা জীবন শুধুমাত্র একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে থাকেন। বিশ্ববিখ্যাত লেখন ব্রায়ান ট্রেসি আমাদের দেখাচ্ছেন যে হতাশা থেকে পরিপূর্ণতার পথ ইতিমধ্যে আবিষ্কৃত। হাজার-লাখ, এমনকি তার থেকেও বেশী, লোকেরা সম্পূর্ণ নিঃস্ব ভাবে শুরু করে জীবনে সাফল্যের একেবারে শিখরে পুঁছেছেন। এইখানে ট্রেসি এমন উপায় বাতলেছেন যার দ্বারা একজন মানুষ নিজের স্বপ্নকে সফল করতে পারবেন।
ট্রেসি একটা সহজ অথচ শক্তিশালী এবং কার্যকারী পদ্ধতির কথা আমাদের বলছেন যার দরুন আমরা লক্ষ্যমাত্রা ঠিক করতে পারি আর লক্ষ্যপুরন করতে পারি- আর এই পদ্ধতি অগুনতি লোকেরা ব্যবহার করে জীবনে অভাবনীয় সাফল্য পেয়েছেন। এই বইয়ের সংশোধিত আর সম্প্রসারিত দ্বিতীয় প্রকাশনায়ে উনি আরো তিনটে অধ্যায় যোগ করেছেন যেখানে উনি এমন জায়গায় লক্ষ্যমাত্রা ঠিক করার কথা বলেছেন যেখানে লক্ষ্যমাত্রা ঠিক করা অত্যন্ত সুকঠিন কিন্তু একই সাথে অত্যন্ত উপকারীঃ অর্থকড়ি, পরিবার আর স্বাস্থ্য।
ট্রেসির একুশ পদক্ষেপ পদ্ধতি ব্যবহার করে আপনি নিজের জন্যে নির্ধারিত যে কোন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন- সে লক্ষ্য যত বড়ই হোক না কেন। এই বইয়ের সাহায্যে আপনি নিজের প্রকৃত ক্ষমতা, নিজের প্রকৃত মূল্যবোধ আর আগামী সময়ে নিজের প্রকৃত ইচ্ছে-অনিচ্ছে নির্ধারণ করতে পারবেন। ট্রেসি শেখাচ্ছেন কিভাবে নিজের আত্মবিশ্বাস আর আত্মসম্মান বাড়িয়ে তুলবেন, কিভাবে প্রতিটা বাঁধা-বিপত্তি আপনি ঠিকঠাক ভাবে মোকাবিলা করতে পারবেন, কাটিয়ে উঠতে পারবেন আর পরিস্থিতি যেমন হোক না কেন, কিভাবে আপনি নির্দ্বিধায়ে আর নিরলস ভাবে এগিয়ে যেতে থাকবেন। সব থেকে জরুরী আপনি সাফল্যের এমন একটা পদ্ধতি শিখবেন যেটা আপনার বাকি জীবনের জন্যে আপনার কাছে প্রয়োজনীয় থাকবে।